সিরাজগঞ্জে যমুনায় ফের পানি বাড়ায় বড় বন্যার শঙ্কায় মানুষ

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

বাড়তে শুরু করেছে যমুনার পানি। এতে করে নতুন করে বন্যার আশঙ্কা করছেন সিরাজগঞ্জের মানুষ। পানি বাড়তে শুরু করেছে গেল দুইদিন ধরে।

গেল ২৪ ঘন্টায় নদীর পানি সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে রোববার সকালে ১১ সেন্টিমিটার বাড়লেও তা এখনো বিপদ সীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

পানি বাড়ায় জেলার নদী তীরের সদর নিম্নাঞ্চল, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকা আবোরো প্লাবিত হয়েছে। এতে নতুন করে দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির ফলে দেশের সব নদীতেই পানি বাড়তে শুরু করেছে। ফলে বড় বন্যার আশংকা করা হচ্ছে। আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের মানুষের মধ্যে।

এদিকে চৌহালীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলায় পাল্টে যাচ্ছে নদীর গতীপথ। ভাঙ্গতে শুরু করেছে নদীর দুইপাড়। এনায়েতপুরের আড়কান্দি, ঘাটাবাড়ি, পাকড়তলা এলাকার অনেক বাড়িঘর চলে যাচ্ছে নদীতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন