|| সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জে গত তিনদিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও তা বিপদসীমার উপর দিয়েই বইছে। গত ২৪ ঘন্টায় সোমবার সকালে ১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে টানা ৯ দিন যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা কবলিত সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বানভাসি মানুষের ঘর-বাড়ি, রাস্তা-ঘাটে বিরাজ করছে পানি। সেই কারনে ৫ উপজেলার পানিবন্দি দেড় লক্ষাধিক মানুষ, বাঁধ, উঁচু জায়গা ও স্কুলে আশ্রয় নেয়া বন্যা দুর্গত মানুদের দুর্ভোগ বেড়েই চলেছে।