সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও বিপদ কাটেনি

||অনলাইন প্রতিনিধি,সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছে নিম্নাঞ্চলের ২১৬টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোডের্র (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার বলেন, গত ২৪ঘন্টায় যমুনার পানি ৯ সেন্টিমিটার কমে শনিবার সকালে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । পানি আরও কমতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানিয়েছে।

এদিকে একটানা ছয় দিন সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালী, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনিত হয়েছে।

যমুনা নদীর পানি বাড়া- কমার সাথে সাথে নদী ভাঙনে যমুনাপাড়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন