|| সারাবেলা প্রতিনিধি , সিরাজগঞ্জ ||
বরোণ্য নাট্যকার, নির্দেশক, নির্মাতা ও অভিনয় শিল্পী মান্নান হীরা স্মরনে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীতে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে নাগরিক শোক সভার আয়োজন করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিলীপ গৌর সঞ্চলায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বাসদ নেতা নব কুমার কর্মকার।
এছাড়া সাংবাদিক ইসমাইল হোসেন, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, প্রেসক্লাববের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুন, নাট্যচক্রের সাধারণ সম্পাদক ইমরান মুরাদও উপস্থিত ছিলেন।