|| সারাবেলা প্রতিবেদন ||
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র একটি প্রকল্পের টেন্ডারের ধরণ ও প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ঠিকাদারা। তারা বলছেন, সম্প্রতি বিএডিসি’র অধীনে Pabna Nator Sirajganj Districts Irrigation Development through surface water Project বাস্তবায়নের লক্ষ্যে তিনজেলার বিভিন্ন উপজেলায় বিশেষ করে খাল নালা পুন:খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এই প্রকল্প বাস্তবায়নে আহ্বান করা হয়েছে ১৫০ টি দরপত্র।
ঠিকাদাররা বলছেন, প্রতিটি টেন্ডার প্যাকেজ এবং লটে কাজের নাম উল্লেখ করা হলেও জেলার কোন কোন জায়গার কাজটি বাস্তবায়ন করা হবে তা উল্লেখ করা হয়নি। জায়গার নাম উল্লেখ না করায় ঠিকাদারদের তরফে কাজের প্রাক্কলণ ব্যয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। একইসঙ্গে দরপত্রে অংশ নেওয়ার প্রক্রিয়াটিকেও জটিল করা হয়েছে বলে অভিযোগ ঠিকাদারদের।
এদিকে অনেক ঠিকাদার জানিয়েছেন, যেহেতু প্রকল্প অফিসটি পাবনায় অবস্থিত তাই অধিকাংশ ঠিকাদার এটিকে প্রকল্প পরিচালকের বিশেষ কায়দা হিসেবেই দেখছেন। যাতে প্রকল্প পরিচালক তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে পারেন।