|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
গত সপ্তাহ খানেক ধরে ক্রমাগতভাবে কমলেও আবারো বাড়তে শুরু করেছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি । গত ২৪ ঘন্টায় নদীর পানি শহরের হার্ড পয়েন্টে শনিবার সকালে ১৬ সেন্টিমিটার বেড়ে তা বিপদ সীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ কারনে জেলার যমুনা তীরবর্তী নিন্মাঞ্চল কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকা আবোরো প্লাবিত হয়েছে। বানভাসী মানুষের মাঝে নতুন করে দেখা দিয়েছে দুর্ভোগ।
নতুন করে উজানে পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টির ফলে পানি বৃদ্দিতে আগামীতে বড় বন্যার আশংকা করছে জেলার মানুষ। জেলা প্রশাসন থেকে এজন্য ক্ষতি মোকাবেলায় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।