সিরাজগঞ্জে নতুন ১৪ জন সহ করোনায় মোট আক্রান্ত ৭২ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 সিরাজগঞ্জ জেলায় নতুন করে আরো ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭২ জন।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ অফিসার মোঃ হুমায়ন কবীর মুঠোফোনে জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এই ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্টের মধ্যে  ৮০ জনের রিপোর্ট নেগেটিভ এবং ১৪ জনের রিপোর্র্ট পজেটিভ।  জেলায় নতুন  ১৪ জন করোনা শনাক্তকারদের মধ্যে ১০ জনই তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলার বাসিন্দা।  অন্য ৪ জনের মধ্যে চৌহালী উপজেলার ২ জন, সিরাজগঞ্জ সদর উপজেলার ১ জন ও কামারখন্দ উপজেলার ১ জন । নতুন ১৪  জনের রিপোর্ট পজেটিভ হওয়ায় সিরাজগঞ্জ জেলায়  নতুন এই ১৪ জন নিয়ে সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ৭২ জন। মোট ৭২ জন করোনা রোগীর মধ্যে এর আগে মারা গেছেন ২ জন ও সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮ জন। করোনায় মৃত ২ জনের বাড়ীর বেলকুচি উপজেলায়।  এখন চিকিৎসাধীন রয়েছে ৬২ জন।

পরিসংখ্যানবিদ অফিসার মোঃ হুমায়ন কবীর আরো জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন করে কোন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি এবং  হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের মধ্যে সুস্থ্যতার ছাড়্রপত্র পেয়েছেন ৩১ জন। জেলায় সর্বমোর্ট হোম কোয়ারেন্টাইনে রাখা হয় ৩ হাজার ৯৩০ জন এবং এদের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৩৭ জন।

সংবাদ সারাবেলা/স্ব মি/ নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন