||অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ||
সিরাজগঞ্জের দুই ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়ায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো ইট বাহী ট্রাকের শ্রমিক সলঙ্গার ক্ষুদ্র রঘুনাথপুর গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র কাউসার (২৫) ও ইউনুস আলীর পুত্র সানোয়ার (২৭)
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে পাঁচলিয়া গামী পাথর বোঝাই মীর আকতার লিঃ একটি ট্রাকের সাথে নলকা গামী ইট বাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঐ দুজন নিহত ও ৩ জন আহত হয়। পরে পুলিচ হতাহতদের উদ্ধার করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, দূর্ঘটনার পর পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।