সিরাজগঞ্জে ট্রাকচাপায় মারা গেলো এক ইন্টার্ন চিকিৎসক

সিরাজগঞ্জে মীর আখতার কনস্ট্রাকশনের মালবাহী ট্রাকটাপায় মারা গেছে এক চিকিৎসা শিক্ষার্থি। নিহত আফতাব সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে গ্রায়ুজেশন করবার পর সেখানেই ইন্টার্ন করছিলেন।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জে মীর আখতার কনস্ট্রাকশনের মালবাহী ট্রাকটাপায় মারা গেছে এক চিকিৎসা শিক্ষার্থি। নিহত আফতাব সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে গ্রায়ুজেশন করবার পর সেখানেই ইন্টার্ন করছিলেন।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদে এ দূর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, মোটর সাইকেল করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন আফতাব। তিনি সয়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছলে পেছন থেকে চারলেন মহাসড়ক নির্মাণকাজের মালামালবাহী মীর আখতার কনস্ট্রাকশনের ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করেছে।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম বলেন, আফতাব কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্ন করছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন