কামাল লোহানী স্মরণে শোকসভা সিরাজগঞ্জে

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর স্মরণে তাঁর জন্মভূমি সিরাজগঞ্জে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিকজোট সিরাজগঞ্জ জেলা শাখা শনিবার ২৭ জুন বাদ আসর সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এই নাগরিক শোক সভার আয়োজন করে ।

স্বাস্থ্যবিধি মেনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম,মুক্তিযোদ্ধা বিমল কুমার,শফিকুল ইসলাম,বাংলাদেশ গ্রুপথিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্য মমিন বাবু,সম্মিলিত সাংস্কৃতিকজোট সিরাজগঞ্জের সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলু,সাংস্কৃতিক কর্মী নব কুমার সহ জেলার সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিরা বক্তব্য রাখেন ।

এসময় দীর্ঘদিনের সহযোদ্ধার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে জেলার সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত এসব ব্যক্তিরা বলেন, তিনি সবার মাথার ওপর ছায়ার মতো ছিলেন। হঠাৎ করে তাঁর চলে যাওয়া মেনে নেওয়ার মতো নয়। হঠাৎ বৈশ্বিক মহামারি তাঁর প্রাণ কেড়ে নেবে, এমনটি আমরা ভাবতে পারছি না। এটি আসলে আমাদের জন্য চরম বেদনার। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন