সিরাজগঞ্জে কামাল লোহানীর দাফনের প্রস্তুতি চলছে

||অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীকে তার জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন করার প্রস্তুতি চলছে।

শনিবার দুপুরের দিকে কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বিষয়টি নিশ্চিত করে জানান, জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে তার বাবাকে (কামাল লোহানী) দাফন করা করা হবে এবং এক্ষেত্রে অবশ্যই সরকারি নির্ধারিত স্বাস্থ্যবিধি মানা হবে।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকালে ১০টায় মৃত্যুবরণ করেন কামাল লোহানী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন কামাল লোহানী। গত মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার (১৯ জুন) জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। ভাইরাসের সংক্রমণ ও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বরেণ্য এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন