সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় শিশু নিহত

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন দাদপুর জিআর কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় নাঈম ইসলাম (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।

।। সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ।।

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন দাদপুর জিআর কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় নাঈম ইসলাম (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।

শুক্রবার ২১ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম দাদপুর রায়েরপাড়ার সোহরাব হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে জিআর কলেজের সামনে মহাসড়ক পার হচ্ছিল শিশু নাঈম। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন