সিরাজগঞ্জে একাত্তরের শহীদ ও মুক্তিযোদ্ধাদের নামে রোপিত হলো কৃষ্ণচূড়া

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের নামে সিরাজগঞ্জের লাগানো হলো কৃষ্ণচূড়া গাছ। মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদ ও শহীদ বদরুল হাসানের নামে এই কৃষ্ণচূড়া গাচ লাগানো হয়।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের নামে সিরাজগঞ্জের লাগানো হলো কৃষ্ণচূড়া গাছ। জেলার গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে বাহিরগোলার নব জাগরণী সংঘের সদস্যরা শুক্রবার সকালে এসব গাছ লাগায়। মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদ ও শহীদ বদরুল হাসানের নামে এই কৃষ্ণচূড়া গাচ লাগানো হয়।

ফুলাদ হায়দার খানের পরিচালনায় নব জাগরণী সংঘের সভাপতি আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে গাছ লাগানোর আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসহাক আলী, মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদ, শহীদ ভাষানের ভাই আলতাফ হোসেন।

গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, অনুসন্ধান কমিটির সংগঠক মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বানু, মুক্তিযোদ্ধা কবি শম শহীদুল ইসলাম, গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক বাসদ নেতা নব কুমার কর্মকার, গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক মনিরুজ্জামান খান, কাউন্সিলর শাহাদত হোসেন, বাসদ নেতা পলাশ কুমার ঘোষ, গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক বিজয় দত্ত অলকসহ নব জাগরণী সংঘের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী এই আয়োজনে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন