|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
করোনার বিস্তার রোধে ঘরে বসেই কোরবানীর ঈদের জন্য পশু ক্রয়-বিক্রয়ের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসকের উদ্ধোগে “অনলাইনে পশুর হাট” মোবাইল অ্যাপের উদ্ধোধন হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবির খন্দকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অ্যাপটির উদ্ধোধন করেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) এবিএম রওশন কবির, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার কর্মকার, ইসলামী ফাউনডেশন সিরাজগঞ্জের উপ পরিচালক মিরাজুল ইসলাম ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সরকার অসীম কুমার।
এসময় বক্তারা বলেন, হাটে গিয়ে পশু কিনলে লোক সমাগম হবে। করোনা সংক্রামনের ঝুঁকি বাড়বে। তাই এসব বিষয় বিবেচনা করে পশু ক্রয়-বিক্রয় করতে অনলাইনে পশুর হাট এ্যাপ চালু করা হলো। আশা করছি সবাই পছন্দের পশু কিনতে এই এ্যাপ ব্যবহার করবেন।