||সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ||
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে পাচারের সময় দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ন্যায্য মুল্যের ৮ টন চাল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উল্লাপাড়া উপজেলার পাড় সোনতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাক চালক রুবেল (৩০), একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে হেলপাড় আলম (৩৬) এবং উপজেলার নাগ রৌহা গ্রামের কামরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৫)।
ট্রাক ভর্তি চাল সহ তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এই চাল গুলো চেয়ারম্যান সাইফুল ইসলামের সহযোগী ডিলার পেশকার আলী, আব্দুল হাই প্রামানিক, আজম আলী ও আব্দুর রশিদের বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর রাতে কৈজুরী বাজার থেকে ১০ টাকা কেজি দরের ১৩৪ বস্তা ৮ মেট্রিক টন চাল পাচারের জন্য পশ্চিম পাশের বাধে ট্রাকে উঠানো হয়েছিল। তখন এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে গাড়ির চালক, হেলপার সহ ৩ জনকে ট্রাক ভর্তি চাল সহ আটক করে। পরে তা থানায় নিয়ে আসা হয়। তখন স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ চাল পাচারকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে আককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কৈজুরী বাজার থেকে ডিলারদের এই চাল ১২ হাজার টাকা ভাড়া মিটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল উল্লাপাড়ার দিকে। উল্লাপাড়ার ব্যবসায়ী মনির তা ক্রয় করেছিল।
দরিদ্রদের জন্য বরাদ্ধের চাল উদ্ধারের ঘটনায় স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছে।