|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
উজানে পাহাড়ি ঢলের কারনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি রয়েছে। গত ২৪ ঘন্টায় নদীর এ পয়েন্টে বুধবার সকালে পানি ৮ সেন্টিমিটার বেড়ে তা বিপদ সীমার ৪৮ সেন্টিামিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারনে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতীর দিকে যাচ্ছে।
জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় পাশাপাশি প্রতিদিন নতুন নতুন এলাকা ছাপিয়ে প্রবেশ করছে বানের জল। এতে করে বন্যা দুর্গত মানুষের মাঝে বেড়েছে দুর্ভোগ। চৌহালীর সদিয়াচাঁদপুর ইউনিয়নের বেতিল, বিনদহ, দেওয়ানতলা এবং মাঝগ্রামের অর্ধ শত ঘর-বাড়িতে কিছুটা পানি প্রবেশ করায় মানুষ নানা দুর্ভোগ পোহাচ্ছে।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
এদিকে যমুনার সাথে পাল্লা দিয়ে এর শাখা নদী করতোয়া, হুরাসাগর, আত্রাই, গুমানী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখানেও সবার মাঝে বন্যা আতংক দেখা দিয়েছে।