|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া গুলমোড় থেকে ভিজিডির ২৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নাটুয়াপাড়া চাল ব্যবসায়ী আমিনুল মন্ডলের বাড়ি থেকে নাটুয়াপাড়া ২৮ বস্তা ভিজিডির চাল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আমিনুল পালিয়ে যায়।
নাটুয়াপাড়া থানার ইনচার্জ গৌতম কুমার মালী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘটনার সাথে জড়িতদের খুব দ্রুততম সময়ের মধ্যে শান্তির আওতায় আনা হবে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দকী বলেন,তদন্ত সাপেক্ষে দোষীদেও বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে।