|| অনলাইন প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
করোনা ভাইরাসরে কারণে দেশের অনেক জেলায় কৃষক সবজি বিক্রি করতে না পেড়ে সবজি ফেলে দিয়েছেন বা মাটিতে পুতে দিতে বাধ্য হয়েছেন। অনেক কৃষক সবজির ক্রেতা শূন্যতা থাকায় ২ টাকা ৫ টাকা দরে সবজি বিক্রি করছেন।কিন্তু চাঁপাইনবাবগঞ্জেরকৃষককের এই দুঃসময়ে পাশে দাড়িয়েছে সেনাবাহিনী।
সোমবার ১১মে বিকেলে শিবগঞ্জ উপজলোর কমলাকান্তপুর মাঠে সেনাবাহিনীর একটি দল সরাসরি কৃষকের কাছ থেকে মিষ্টি কুমড়া, বেগুন, ঢেড়স ও লাউসহ বিভিন্ন সবজি স্থানীয় বাজারমূল্য অনুযায়ী ন্যায্যমূল্যে ক্রয় করেন। একইসাথেত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান করনে তারা।
কৃষকরা জানান, করোনা পরস্থিতিরি কারণে তারা পণ্য বাজারে নিয়ে বিক্রি করতে পারছেন না। পাইকাররাও ক্রয় করতে আসতে পারছে না। এ অবস্থায় সেনাবাহিনী ন্যায্যমূল্যে সবজি ক্রয় করায় তারা ব্যাপক উপকৃত হয়েছে বলে জানান।
এর আগে শিবগঞ্জের কানসাট ডিগ্রী কলেজ মাঠে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে সেনাবাহিনী।
সসা/জহির/এসএম/সেখা