|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জে করোনা আক্রান্তদের সংখ্যায় নতুন করে যোগ হয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম ও তার পরিবার। শুক্রবার ১৭ জুলাই রাতে ডাক্তারী পরীক্ষার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি । বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
গত ক’দিন আগে তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হন। তিনি দ্রুত আরোগ্য লাভে সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এস.এম.হুমাযুন কবীর জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে নতুন করে আরো ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১০২২ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ১৮১ জন।