|| উপজেলা প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) ||
শাহজাদপুরে শনিবারের সংঘর্ষের পর এবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের। ৫৫ বছর বয়সী আলী আজগর পাড়কোলা গ্রামের মানুষ। পুলিশসহ আহত হয়েছেন অনন্ত ৫জন। রোববার ভোরে মসজিদের মাইকে দু’পক্ষের মানুষকে আহ্বান জানানো প্রতিপক্ষকে ঘায়েল করতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌর শহরের পাড়কোলা গ্রামের বর্তমান পৌর কাউন্সিলর বেলাল হোসেন ও সাবেক কাউন্সিলর পীযুষ এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরেই গত দুই সপ্তাহ ধরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। এই ধারাবাহিকতায় আজ ভোর ৬টায় মসজিদের মাইক দিয়ে গ্রামবাসীদের ডেকে সংঘর্ষে জড়িয়ে দেওয়া হয়। দুই পক্ষই লাঠি, ফালা, হাসুয়া, তীর-ধনুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সংবাদ সারাবেলা কে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#