শোকস্মরণে বেলকুচিতে লাগানো হচ্ছে ২ হাজার গাছের চারা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণ ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২ হাজার গাছের চারা লাগানোর কর্মসূচি শুরু করলো সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা কর্তৃপক্ষ। গোটা পৌর এলাকায় এসব বনজ ও ফলজ গাছের চারা লাগানো হবে।

|| সারাবেলা প্রতিনিধি, বেলকুচি (সিরাজগঞ্জ) ||

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণ ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২ হাজার গাছের চারা লাগানোর কর্মসূচি শুরু করলো সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা কর্তৃপক্ষ। গোটা পৌর এলাকায় এসব বনজ ও ফলজ গাছের চারা লাগানো হবে।

রোববার দুপুরে উপজেলার শেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগম আশানুর বিশ্বাস।

এসময় সমাজসেবি আব্দুল মজিদ খান, কাউন্সিলর আলম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সেক্রেটারি কামাল আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। আর বাংলাদেশ সৃষ্টি না হলে স্বাধীন দেশে আমাদের মত জনপ্রতিনিধিও হতো না। এসব অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। অথচ কিছু দেশদ্রোহী কুলাঙ্গার আমাদের জাতির পিতা ও তার পরিবারে বেশীর ভাগ সদস্যকে ১৫ই আগষ্ট হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছে। তবে তার যোগ্য কন্যা পিতার মর্যাদা রক্ষা করে দেশকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে গেছে। অথচ আমাদের শোষন করা পাকিস্তান সোনার বাংলার সব সূচক থেকে পিছিয়ে পড়েছে। তাই শেখ হাসিনার উন্নয়নকে আর কেউ দাবায়া রাখতে পারবা না। বঙ্গবন্ধুর আশির্বাদ নিয়ে আমরা ৭১-এর বীরের জাতি এগিয়ে যাবই ইনশাল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন