শাহজাদপুরে ৩টি ইউনিয়নে উপনির্বাচনের ভোটগ্রহন চলছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন এ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও একই উপজেলার নরিনা ইউনিয়নের একটি ওয়ার্ডে এবং সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

|| সারাবেলা প্রতিনিধি , সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন এ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও একই উপজেলার নরিনা ইউনিয়নের একটি ওয়ার্ডে এবং সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার ২০ই অক্টোবর সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহন চলবে বিকেল ৫ টা পর্যন্ত। ১৬টি কেন্দ্রে ঘুরে দেকাহ যায় ভোটারদের উপস্থিতি একেবারেই কম।

পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন বাবু এবং বিএনপির ধানের শীষের রফিকুল হাসান সহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পোরজনা ইউনিয়নে ১৬ টি কেন্দ্রে মোট ৪৩ হাজার ৯৪৫ জন নারী ও পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য ,  চলতি বছরের ২০ জুলাই পোরজনা ইউনিয়ন এর আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল মৃত্যু বরন করায় চেয়ারম্যানের পদটি শুন্য হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন