|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে দুইটি শিশু। ওদের বয়স একজনের ৭ বছর আর আরেক জনের দুই বছর। সাত বছরের নাহিদের বাড়ি উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে। আর দুই বছরের রাফির বাড়ি কৈজুরী ইউনিয়নের জয়পুরায়।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে নাহিদ বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত পাওয়া যায়।
অপরদিকে, একই সময়ে জয়পুরার রাফিকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়ি যায়। বাড়ি ফিরে রাফিকে না পেয়ে খোঁজে নামে স্বজনেরা। একপর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে মৃত পাওয়া যায় রাফিকে। শিশু দুটির এমন করুণ মৃত্যতে এলাকা জুড়ে শোক বিরাজ করছে।