শহীদ রিমুকে স্মরণ করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

পূর্ব পরিকল্পনা মতো বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতা কর্মীদের ধরে ধরে হাত-পায়ের রগ কেটে দেয়। আহত অবস্থায় পড়ে থাকা রিমুকে কুপিয়ে হত্যা করে শিবিরি সন্ত্রাসীরা।

|| সারাবেলা প্রতিনিধি, রাজশাহী ||

ছাত্রমৈত্রীর নেতা শহীদ জুবায়ের চৌধুরী রিমুকে স্মরণ করা হালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ছাত্রমৈত্রী এই দিনটিকে রিমু দিবস হিসেবে পালন করে।প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১৯শে সেপ্টেম্বর বহিরাগত সশস্ত্র ক্যাডারদের নিয়ে শের-ই-বাংলা হলে পরিকল্পিত হামলা চালায় শিবির। শিবির কর্মীদের হামলার শিকার হন হলের ছাত্ররা। এ সময় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা মতো বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতা কর্মীদের ধরে ধরে হাত-পায়ের রগ কেটে দেয়। আহত অবস্থায় পড়ে থাকা রিমুকে কুপিয়ে হত্যা করে শিবিরি সন্ত্রাসীরা।

দিবসটি উপলক্ষে শনিবার ১৯শে সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ছাত্রমৈত্রী রাবি ও রাজশাহী মহানগর শাখার আয়োজনে ছাত্রমৈত্রীর দলীয় ট্রেন্ট থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলের সামনে রিমুর স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে রিমুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে ছাত্রমৈত্রীর জেলা কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সদস্য ও রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু বলেন, শহীদ রিমু বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতা ছিলেন ঠিকই কিন্তু তার আগের পরিচয় হচ্ছে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিগত ১২ বছর বিশ্ববিদ্যালয় প্রশাসনে প্রগতিশীল ব্যক্তিরা রয়েছেন । কিন্তু দুঃখজনক হলেও সত্য শহীদ রিমুর স্মৃতিসৌধ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অতিদ্রুত শহীদ রিমুর স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর কমিটির সদস্য তৈয়বুর রহমান, সীতানাথ বণিক, সাবেক ছাত্র নেতা মোহায়মিনুল হক রানা, বিমান চক্রবর্তী। সভা সঞ্চালনা করেন ছাত্রমৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক সম্রাট রায়হান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন