|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনপাড়ার সেরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১ হাজার ৪৫ পিস ইয়াবা পেয়েছে র্যাব। এসময়ে ১ জনকে আটক করা হয়। আটক জসিম উদ্দিনের বাড়ি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামে। শুক্রবার ভোর ৬ টার দিকে র্যাব-৫ এই অভিযান চালায়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, সেরাজুল ইসলামের ৫ তলা বাড়ির নিচ তলায় একটি মাদকের বড় চালান রয়েছে এমন খবরে আকস্মিক অভিযান চালানো হয়। এসময়ে দুইটি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১ হাজার ৪৫ পিস ইয়াবাসহ জমিসকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমিস জানান, অস্ত্র ও ইয়াবা ব্যবসার জন্য তিনি সেরাজুলের বাড়ি ভাড়া নেন এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা চালিয়ে আসছেন।
র্যাব ক্যাম্পের অধিনায়ক আরো বলেন, জসিম অস্ত্র ও হত্যা মামলার ৭-৮টি মামলার আসামী। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অস্ত্র ও মাদক মামলা করা হয়েছে।