|| অনলাইন প্রতিনিধি, রাজশাহী ||
করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে যাওয়ায় চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মচারী মিলিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২জন কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মঙ্গলবার এদের কোয়ারেন্টিনে পাঠানো হয়। একই কারণে স্থগিত করা হয়েছে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের নিয়মিত সংবাদ সম্মেলন। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।
জ্বর ও প্রস্রাবের যন্ত্রণার কথা বলে গত শুক্রবার ৮০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি জেলার বাঘা উপজেলায়। এক্স-রে করার পর সন্দেহ হলে তাঁকে হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ইউনিটে নেওয়া হয়। রোববার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার সন্ধ্যায় মেডিকেল কলেজের করোনা ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় ধরা পড়ে ঐ রোগী করোনাভাইরাসে আক্রান্ত। রাতেই তাঁকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রস্তুত আইসোলেশন ইউনিটে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র বলছে, এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী রাজশাহীতে সরাসরি হাসপাতালে এলেন। এর আগে শুধু নমুনা নিয়ে আসা হয়েছে। আর এতেই এতোগুলো মানুষকে কোয়ারেন্টিনে নিতে হলো।
মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, এই রোগীর চিকিৎসা করতে গিয়ে যাঁরা তাঁর সংস্পর্শে গেছেন, সবাইকেই কোয়ারেন্টিনে নেওয়া হবে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ও ক্যাজুয়াল্টি বিভাগ এবং করোনা পর্যবেক্ষণ ইউনিট, রেডিওলজি বিভাগে দায়িত্বরত ২১ জন চিকিৎসক, ১২ জন নার্স ও ৯ জন সহায়ক কর্মচারী এই রোগীর সংস্পর্শে আসেন। বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। কেউ করোনা পজিটিভ না হলে তাঁদের কর্মস্থলে ফেরানো হবে।
তবে ঐ রোগীকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সেখানে যে সকল চিকিৎসক, নার্স ও কর্মচারী দায়িত্বে রয়েছেন, তাঁদেরও কোয়ারেন্টিনে নেওয়া হবে। তবে নির্দেশনা অনুযায়ী যে দল সেখানে সাত দিন দায়িত্ব পালন করবে, তাদের পরবর্তী ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।