।।সারাবেলা প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)।।
মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষক লীগ। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমির চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নির্দশনায় এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সোমবার দুর্গাপুর পৌর সদরের সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি রবিউল আলম বাবু, উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক তাজবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি বিমল সরকার, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, জেলা কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক বজলে মামুন, জেলা কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ দৌলা, সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র কবিরাজ, পৌর কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ উপজেলা কৃষক লীগ, পৌর কৃষক লীগ ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ।
পরে অতিথিরা বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন।