|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
যৌতুকের দাবিতে সিরাজগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও ননদ কে আটক করেছে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৬) যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন চালাতো। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগম কে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রানা খাতুন কে আটক করে পুলিশ । একই সাথে রোববার মধ্যরাতে নিহত গৃহবধূ মুন্নি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দাযয়ের করা হয়েছে।
পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হযয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।