মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিল

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ||

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম স্মরণে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪শে জুন বাদ আসর শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারন সম্পাদক একরামুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে.এম হোসেন আলী হাসান, এ্যাড: আব্দুর রহমান পিপি, এ্যাড: বিমল কুমার দাস. আব্দুল বারী সেখ, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক দানিউল হক, জেলা কৃষকলীগের সভাপতি রফি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারন সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ প্রমুখ। 

এতে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রসঙ্গত, ১৩ই জুন চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন