মেজর সিনহা হত্যাকান্ডের বিচার দাবিতে বিএনপি’র মানববন্ধন

‘বিচার বর্হিঃভূত হত্যাকান্ড বাংলাদেশ সংবিধান ও আল কোরআন অনুমোদন দেয়না। মেজর সিনহা রাশেদের বিচার বর্হিঃভূত হত্যাকান্ড আজকে সারাদেশের বিবেককে নাড়া দিয়েছে। ‘ডিজিটাল এ্যাক্টের’ মধ্যদিয়ে সাংবাদিকদের মৌলিক অধিকারকে দমন করার জন্য সাংবাদিকদের ওপর নিপীড়ন-জুলুম-নির্যাতন করা হচ্ছে।

||সারাবেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ  ||

‘বিচার বর্হিঃভূত হত্যাকান্ড বাংলাদেশ সংবিধান ও আল কোরআন অনুমোদন দেয়না। মেজর সিনহা রাশেদের বিচার বর্হিঃভূত হত্যাকান্ড আজকে সারাদেশের বিবেককে নাড়া দিয়েছে। ‘ডিজিটাল এ্যাক্টের’ মধ্যদিয়ে সাংবাদিকদের মৌলিক অধিকারকে দমন করার জন্য সাংবাদিকদের ওপর নিপীড়ন-জুলুম-নির্যাতন করা হচ্ছে।

সারাদেশের সকল পেশাজীবি মানুষ এই ‘ডিজিটাল এ্যাক্ট’ আইনটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসলেও সরকার নিজেদের সুরক্ষার জন্য এই আইনটি প্রনয়ণ করে শুধু সাংবাদিকই নয় বিভিন্ন পেশাজীবিদের ওপরও এই আইন খড়গ হিসেবে ব্যবহার করা হচ্ছে।’ সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরে মানবন্ধন করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাংসদ হারনুর রশিদ।

বুধবার দুপুর ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপি’র আয়োজনে আদালত চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ মেজর সিনহা রাশেদের অকাল মুত্যুতে গভীর শোক প্রকাশ করে আরও বলেন, ‘আগামীতে যেন দেশে আর বিচার বর্হিঃভূত হত্যাকান্ড না ঘটে। অপরাধ যত বড়ই হোক অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনারও তিনি দাবি জানান।’

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপি ও পৌর বিএনপি’র নেতৃবন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন