মুক্তিযোদ্ধা ও ইউএনও’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর মেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

|| সারাবেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ ||

বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর মেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, মুক্তিযোদ্ধা-সাংবাদিক তসলিম উদ্দীন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন-অবিলম্বে হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও নারীদের এতে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন