|| অনলাইন প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক সদস্য মাতাল অবস্থায় অস্ত্র নিয়ে বাংলাদেশী ভূখন্ডে প্রবেশ করলে এলাকাবাসী আটক করে বিজিবির হাতে তুলে দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ঘটনা ঘটে। আটককৃত বিএসএফ সদস্য হলো ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের আলিপুর ক্যাম্পের সদস্য আসাদ আলী।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে মেইন পিলার-১৯৮/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের ১ জন সদস্যকে অস্ত্রসহ মাতাল অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
পরবর্তীতে উক্ত অসামরিক ব্যক্তি বিএসএফ সদস্যকে আটক করে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির নিকট হস্তান্তর করে। চাঁনশিকারী বিওপি উক্ত বিএসএফ সদস্যকে অস্ত্রসহ শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।পরে রাত সাড়ে ৮ টার দিকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ৪৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এর নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, মাতাল অবস্থায় ভুল করে বিএসএফ সদস্য আসাদ বাংলাদেশী ভূখন্ডে ঢুকে পড়ে।