|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামে মহানন্দা নদীতে ভাসমান ওই মৃতদেহ পাওয়া যায়।
গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দীন জানান, বুধবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামের মহানন্দা নদীতে ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।
মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে জিন্স প্যান্ট, গায়ে সবুজ টি-শার্ট ও পায়ে সাদা জুতা ছিল। মৃতদেহের ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে এলাকাটি সীমান্তের কাছাকাছি হওয়ায় ভারতীয় কোনো নাগরিকের মৃতদেহ হতে পারে বলেও স্থানীয়রা মনে করছে।