|| সারাবেলা প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ) ||
নওগাঁর মহাদেবপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুঃস্থ রোগীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম। সভায় আরও মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম প্রাং, নওগাঁ জেলা আওয়ামীলীগ সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ (বাবু), উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যরালাইসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৯ জন রোগীর কাছে চিকিৎসা ব্যয় বাবদ মোট সাড়ে ৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন।