|| সারাবেলা প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ) ||
নওগাঁর মহাদেবপুরে চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতিসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে এএসআই মুনির হোসেন, এএসআই তানজিদ হোসেন অভিযান চালিয়ে রাজধানী ঢাকার কাছের আশকোনা হাজী ক্যাম্প এলাকা থেকে মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রাজু আহম্মেদ (৪০) তার সহযোগী নয়ন সরদার (৩৫) ও ইমরান মহুরীকে (৪৫) গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জুয়েল জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা শহরের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবসায়ী সোহেল রানার কাছ থেকে ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না পেয়ে তারা ওই ব্যবসায়ীকে মারপিট করে তার প্রতিষ্ঠান থেকে নগদ দেড় লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় বাদী হয়ে ব্যবসায়ী সোহেল রানা থানায় এ চাঁদাবাজি মামলা দায়ের করে। পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা থেকে গ্রেফতারের পর তিন জনকে নওগাঁ জেলা ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় ধারনকৃত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে রাজু আহম্মেদকে উপজেলা ছাত্রলীগের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।