|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||
ভেড়ামারায় ট্রাপচাপায় মারা গেছেন পুলিশ সদস্য মো. রাশেদুজ্জামান তন্ময়। তার বয়স ৪৫ বছর। তিনি কুষ্টিয়া রেলওয়ে সার্কেল পাকশিতে চাকরি করতেন। কনস্টেবল নম্বর ৩২২। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার রেফায়েতপুর গ্রামে। বাবার নাম মো. মনিরুজ্জামান।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বেলা দেড়টার দিকে রাশেদুজ্জামান তন্ময় কুষ্টিয়ায় যাচ্ছিলেন। সেসময়ে পেছন থেকে তাকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া- ভেড়ামারা মহাসড়কের বহল বাড়িয়া বাজারের কাছে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজান।