|| উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিব আল ইমরান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজশাহীর মানুষ ডা. রাকিবব ভেড়ামারা পৌরশহরের দক্ষিণ রেলগেট এলাকায় ডা. আলী নেওয়াজের বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার মো. সোহেল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেল মারুফ জানান, শহরের দক্ষিন রেলগেট এলাকায় চিকিৎসকের বাড়িটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত চিকিৎসক রাকিব আল ইমরান ভেড়ামারা সনো ডায়াগনস্টিক সেন্টার ও দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে সনোলজিস্ট হিসেবে কাজ করেন। যে কারণে লকডাউন করা হয়েছে সনো ডায়াগনস্টিক ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডক্টরস পয়েন্ট।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশেপাশের বাড়ি বা এলাকা লকডাউন করা হবে কিনা সে নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিপল্পনা কর্মকর্তা ডা. নূরুল আমীনসহ ৪জন চিকিৎসক এবং অন্য ১১জন মিলিয়ে মোট ১৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এদিকে চিকিৎসক কেরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে ভেড়ামারার মানুষ। উপজেলার এই চিকিৎসক নিয়ে এ পর্ষন্ত কুষ্টিয়া জেলায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।#