ভিজিডির চাল মজুদে সাতদিন কারাবাস ব্যবসায়ীর

|| অনলাইন প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||

রাষ্ট্রের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় ও মজুদ রাখায় ধামইরহাটের এক ব্যবসায়ীকে সাতদিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলার বিহারীগড়ের ব্যবসায়ী ফারুক হোসেন ভাদুকে সাতদিনের দিনের বিনাশ্রম কারাদন্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীন মিয়া।

ফারুক হোসেন তার ঘরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) চাল মজুদ করেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান উপজেলা প্রশাসনকে জানালে অভিযান চালানো হয়। ২৯শে এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে ১৮০ কেজি চাল উদ্ধার করা হয়। এসমময়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত ফারুক হোসেন ভাদুকে সাত দিনের কারাবাস দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, ইউপি সদস্য মামুনুর রশীদ। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জব্দ করা চালগুলি উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন