একদিনের মাথায় সোনামসজিদে ভারতীয় পেঁয়াজ আসা ফের বন্ধ

ভারতের মহদিপুর সিএন্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভুপতি মন্ডল পানামা পোর্টলিঙ্ককে জানান, এলসির টেন্ডারকৃত কোনো পেঁয়াজের ট্রাক রোববার বাংলাদেশে প্রবেশ করবে না। শনিবার পূর্বের এলসির ৮টি ট্রাক ২১৩ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। এসব পেঁয়াজের অর্ধেকই পঁচা ও দুর্গন্ধযুক্ত

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

চালু হবার একদিন পর আবারো সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম জানান, রোববার সকাল থেকে ভারতের মহদিপুর বন্দর দিয়ে দেশটির অন্যান্য পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও পেঁয়াজের কোনো  ট্রাক আসেনি।

এর আগে ভারতের মহদিপুর সিএন্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভুপতি মন্ডল পানামা পোর্টলিঙ্ককে জানান, এলসির টেন্ডারকৃত কোনো পেঁয়াজের ট্রাক রোববার বাংলাদেশে প্রবেশ করবে না। শনিবার পূর্বের এলসির ৮টি ট্রাক ২১৩ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। এসব পেঁয়াজের অর্ধেকই পঁচা ও দুর্গন্ধযুক্ত।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা আব্দুল আওয়াল জানান, সোনামসজিদ স্থলবন্দরে শনিবার প্রবেশ করা পেঁয়াজের ৫০ শতাংশ পঁচা। এতে করে আমদানীকারকরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে।

 স্থানীয় বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন