।। সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ।।
সিরাজগঞ্জের বেলকুচির কিরতিখোলায় এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তুহিন হোসেন (২২) এলাকার আবুল কাশেমের ছেলে।
বুধবার ২২ জুলাই সকালে কিরতিখোলা চরে বস্তাবন্ধী ভেসে ওঠা লাশ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তাটি খুলে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বেলকুচি থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ও নিহতের স্বজনেরা জানান, বেশ কিছুদিন আগে কিরতি খোলা গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা দাদন নেয়। এ টাকা ফেরৎ পেতে তাগাদা দিলে মঙ্গলবার রাতে তাকে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর বস্তাবন্ধী করে বন্যার পানিতে ফেলে দেয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।