|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
করোনাকালে সরকারী নির্দেশনায় সামাজিক আচার-অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশেই বেকার হয়ে পড়েছে বাবুর্চী সম্প্রদায়। সিরাজগঞ্জও এর বাইরে নয়। বেকার হয়ে পড়া সিরাজগঞ্জের বাবুর্চী সম্প্রদায় কাজের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে। স্মারকলিপি দিয়েছে জেলা প্রশাসকের কাছে।
মঙ্গলবার সকালে মুজিব সড়ক চৌরাস্তা মোড়ে সিরাজগঞ্জ সদর উপজেলা বাবুর্চী শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) তিন শ’ বাবুর্চী নারী-পুরুষ শ্রমিক বৃষ্টির মধ্যেই দীর্ঘ সময় ধরে এই মানববন্ধনে অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বাবুর্চী শ্রমিক নেতারা বলেন, গত ৪ মাস ধরে করোনার কারনে বিয়ে আকদ্ এর মত সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় তিন শ’ বাবুর্চী পরিবার নিয়ে অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছেন। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও জনদুরত্ব বজায় রেখে সামাজিক অনুষ্ঠান চালুর অনুরোধ জানান তারা।
সীমিত পরিসরে সামাজিক অনুষ্ঠান চালু করে অসহায় বাবুর্চী পরিবারগুলোকে বাঁচাতে সরকারের প্রতি আহবানও জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাসদ জেলা আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা সুলতান মাহমুদ, বাসদ নেতা পলাশ কুমার ঘোষ, বাবুর্চি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিক বাবুর্চী ও সদস্য দুলাল বাবুর্চী।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।