কৃষি প্রণোদনা পেল দুর্গাপুরের কৃষকরা

|| অনলাইন প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী) ||
বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বদ্ধপরিকর। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন সকল দূর্যোগ মোকাবিলা করে দেশের কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আসবে। এই কথাগুলো বলেছেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১১টায় সামাজিক নিরাপত্তা বজায় রেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন  হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব।
অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থবছরে খরিপ-১/ ২০২০-২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী আউশ, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়। এছাড়া ধান ও গম কাটা-মাড়াইয়ের জন্য কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনও দেওয়া হয় কৃষকদেরকে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন