বন্যায় ঘর-বাড়ি ডুবে যাওয়া মানুষ সয়দাবাদ মহাসড়কে

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ||

সিরাজগঞ্জে গত কয়েকদিনের মধ্যে এক দিন পানি কমে যমুনায় আবারও সামান্য বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় পানি ৪ সেন্টিমিটার বেড়ে শুক্রবার সকালে তা বিপদ সীমার ৪৪ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বর্তমানে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার অন্তত ৪০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ এখন বন্যা আক্রান্ত। নতুন করে শাহজাদপুর, উল্লাপাড়ায় অন্তত আরো ৩০ গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা তীরবর্তী অন্তত ১০টি গ্রামের অধিকাংশ ঘরবাড়িতে পানি উঠে পড়ায় মানুষ পোহাচ্ছে নানা দুর্ভোগ। বিশেষ করে মুলিবাড়ি এলাকার সবাই এখন আশ্রয় নিয়ে সয়দাবাদ মহাসড়কের খোলা আকাশের নিচে। এখানে বিশুদ্ধ খাবার পানি, শুকনা খাবার ও তাবুর সংকট দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলার বন্যা দুর্গত পাঁচটি উপজেলায় ১২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন