|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের জাতীয় জুটমিলসহ বন্ধ সকল পাটকল চালু ও মুজুরী কমিশনঘোষিত বকেয়াসহ সকল পাওনা পরিশোধ দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সিরাজগঞ্জেরে পাটকল শ্রমিক-কর্মচারিরা। একইসঙ্গে তারা পাটকলগুলো রাষ্ট্রীয় মালিকানায় চালু রেখে কতিথ লোকশানের জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওয়তা আনার দাবিও জানিয়েছেন।

রোববার ২৭শে সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপান চত্বরে জাতীয় জুট মিলস শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে পাটকল ও পাটচাষী রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক দাবি সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে দেয় স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় জুট মিল বন্ধের দুই মাসের মধ্যে রাষ্ট্র ও ব্যক্তিগত অংশীদারিত্বের তথা পিপিপি’র মাধ্যমে চালুর প্রতিশ্রুতি দিলেও এখন সেটিকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার পাঁয়তারা করছে সরকারসংশ্লিষ্টরা। এ নিয়ে শ্রমিকরা চরম উদ্বিগ্ন রয়েছে। করোনা দুর্যোগের মাঝে আড়াই মাস পার হয়ে গেলেও মিল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে শ্রমিক-কর্মচারীদের মজুরী কমিশন ঘোষিত বকেয়া অর্থ এখনো পরিশোধ করা হয়নি। ফলে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের ২২শ শ্রমিক-কর্মচারি মানবেতর জীবনযাপন করছে।রাষ্ট্রীয় মালিকানায় দ্রুত মিলটি চালুর দাবি জানান বক্তারা।



পাটকল ও পাটচাষী রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক রেজাউল করিম সুর্য্যের সভাপতিত্বে দাবি সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাতীয় জুট মিলস শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক শহিদুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিলের জেলা আহবায়ক মো. বরকতুল্লাহ, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন ও জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার।
এরআগে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাটচাষী ও পাটকল শ্রমিকরা শহরের মু্ক্তির সোপান চত্তরে এসে সমবেত হন। সমাবেশে জাতীয় স্বার্থে সদ্য বন্ধ ঘোষিত ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৫ দফা দাবী বাস্তবায়নের আহ্বান জাাননো হয়।