|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সদ্য বন্ধ করে দেওয়া জাতীয় জুট মিল ফের চালু করা ও মজুরি কমিশনের বকেয়াসহ সব বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছেন শ্রমিক-কর্মচারী, পাটকল ও পাটচাষী সম্মিলিত নাগরিক পরিষদ ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা চত্তরে বিক্ষোভ সমাবেশশেষে শহরে পদযাত্রা করেন বন্ধ হওয়া মিলের শ্রমিক-কর্মচারীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশ ও পদযাত্রায় অংশ নেন জেলার পাটচাষীরাও। পদযাত্রায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগিব আহমেদ মুন্না।
সমাবেশ থেকে জানানো হয়, শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনার মধ্যেই গত ২রা জুলাই বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় জুট মিলসহ দেশের ২৫টি জুট মিল। করোনা দুর্যোগ পরিস্থিতিতে কারখানা বন্ধ করে দেওয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া ও ঈদ বোনাস এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের ২২শ’ শ্রমিক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।
এ সময় বক্তারা কৃষক ও শ্রমিকদের স্বার্থে জাতীয় জুট মিলসহ সব জুট মিল বন্ধের সিদ্ধান্ত অবিলেম্বে প্রত্যাহার, রাষ্ট্রীয় মালিকানায় রেখে লাভজনকভাবে মিল পরিচালনার সব ব্যবস্থা গ্রহণ ও শ্রমিক-কর্মচারীদের সাড়ে চার বছরের মজুরি ও বোনাসের আইনানুগ বকেয়া পরিশোধ এবং করোনাকালীর ছুটির টাকা দেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন, জাতীয় জুটমিল রক্ষা সংগ্রাম কমিটি’র আহবায়ক শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, নাগরিক পরিষদের সদস্য ও ওয়ার্কাস পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক মো. বরকতুল্লাহ, বাসদ নেতা নব-কুমার কর্মকারসহ অন্য নেতৃবৃন্দ।