প্রতিবন্ধী সন্তানের খোঁজে বৃদ্ধ বাবা

|| অনলাইন প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||

“মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা..” গানের এই কথাটি চিরন্তন সত্য। তেমনি এক দৃষ্টান্ত বৃদ্ধ বাবার ছেলেকে খোঁজা।

প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ মানুষ যখন গৃহবন্দি ঠিক সেই সময় করোনা ভাইরাসের ঝুকি নিয়ে সন্তানকে খুজে ফিরছেন বৃদ্ধ বাবা তমেজ উদ্দিন।

এ বিষয়ে ধামইরহাট থানায় জি.ডি করেছে ভুক্তভোগী বাবা। জি.ডি নম্বর-২৫২, তারিখ-০৯/০৫/২০২০।

জানা গেছে, ধামইরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডভুক্ত মালাহার গ্রামের তমেজ উদ্দিনের মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) প্রায় ৩ মাস পূর্বে বাড়ী থেকে নিরুদ্দেশ হয়। সেই থেকে সন্তানকে দিনরাত রাস্তায় রাস্তায়-বিভিন্ন দোকানে ও গ্রাম গঞ্জে সন্তানের খোঁজ করছেন বাবা তমেজ উদ্দিন।

বাবা তমেজ উদ্দিন জানান, সম্প্রতি জয়পুরহাটে জেলা ইজমেতা হতে বাড়ী এসে পরদিন আবার বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে আসেননি। এক কাপড়ে বাড়ী থেকে চলে যাওয়ায় আজও ছেলেকে খুজছি।

করোনা ভাইরাসের ঝুকি নিয়ে কেন রাস্তায় বের হয়েছেন এমন প্রশ্নের উত্তরে বাবা তমেজ উদ্দিন বলেন, বাবা আমার ছেলে যেমনই হোক সেতো আমার আদরের সন্তান। ছেলেকে খুজতে গিয়ে আমার মরন হলেও সমস্য নেই। তবুও ছেলেকে না নিয়ে বাড়ী ফিরব না।

সসা/এএইচ/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন