|| সারাবেলা প্রতিনিধি, রাজশাহী ||
রাজশাহী মহানগরী সংলগ্ন পদ্মা নদীতে পানিতে ডুবে ৫ম শ্রেণীতে পড়ুয়া বিবেক ঘোষ নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। বিবেক ঘোষ কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে।
জানা যায়,স্কুল ওই শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আত্মীয়র সঙ্গে নগরীর শ্রীরামপুর টি বাঁধ সংলগ্ন (টি বাঁধের পূর্ব পাশে) পদ্মা নদীর ধারের হাটুপানিতে দাড়িয়ে ছিলো। পরে সাঁতার কাটতে গিয়ে সে পদ্মার গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের যোগাযোগ করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে বিবেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। পরে ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিবেকের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।