পথদুর্ঘটনায় ছাগল মারা যাওয়ায় রাজশাহীতে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

পথদুর্ঘটনায় ছাগল মারা যাওয়ায় রাজশাহীর পুঠিয়াতে খুন হলেন ট্রাকচালক আবু তালেব। ৩৩ বছর বয়সী আবু তালেবের বাড়ি পুঠিয়ার ঝলমলিয়া এলাকায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।

|| সারাবেলা প্রতিনিধি, রাজশাহী ||

পথদুর্ঘটনায় ছাগল মারা যাওয়ায় রাজশাহীর পুঠিয়াতে খুন হলেন ট্রাকচালক আবু তালেব। ৩৩ বছর বয়সী আবু তালেবের বাড়ি পুঠিয়ার ঝলমলিয়া এলাকায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের শিবজাইটে আবু তালেবের ট্রাকের নিচে দুটি ছাগল চাপা পরে। ছাগল মালিক গোলাম মোস্তফা তাহেরপুরে তার আত্মীয়-স্বজনকে ফোন করেন ট্রাকটি আটকানোর জন্য। সেখানে ট্রাকটি থামানো না গেলেও পরে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পুঠিয়া উপজেলা বাসুপাড়ায় ট্রাকটিকে আটক করে চালকে গণপিটুনি দেওয়া হয়। এ সময় হেলপার পালাতে পারলেও চালক পারেননি। তখন তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক আবু তালেব মারা যান।

ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। মামলায় কারা আসামী হবেন সে তথ্য সংগ্রহ চলছে। ছাগল মালিক গোলাম মোস্তফা পালিয়ে গেছেন। তাকেও আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন