|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে দাবি আদায়ের সমাবেশ করেছে নৌযান শ্রমকিরা। মঙ্গলবার দুপুরে স্থানীয় নৌযান শ্রমিক ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে খাদ্যভাতা প্রদান ও মেরিন শিপিং ডিজির নানা হয়রানি বন্ধসহ ১১ দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।
নইলে আসছে ১৯শে অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে দেশে কোন নৌযান চলবে না। একইসঙ্গে শুরু হবে লাগাতার কর্মবিরতি। এই কর্মসূচি সফল করতে দেশের সকল নৌযান শ্রমিকদের তৈরি থাকারও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূইঁয়া। বিশেষ অতিথি ছিলেন প্রচার সম্পাদক আবুল কাশেম মাস্টার। বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি দাউদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, ঢাকা-চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বাহার উদ্দিন,সেলিম হোসেন, মো. হানিফ, আবুল খায়ের, আমিনুর রহমান, বাবুল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেতন বাড়ানো, খাদ্যভাতা প্রদান, বাল্কহেডসহ সকল নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ, কর্মস্থলে দূর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ, নদীর সঠিক নাব্য রক্ষাসহ তাদের ১১ দফা বাস্তবায়নে যে চুক্তি হয়েছে তা আসছে ১৯শে অক্টোবরের মধ্যে মানতে হবে।