নিজের আট মাসের সন্তানকে জবাই করলো মা

|| অনলাইন প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) ||

নিজের আটমাসের সন্তানকে জবাই করে হত্যা করেছে মা মুক্তা পারভীন। এসময়ে বাবা আব্দুল্লাহ আল মামুন বাড়িতে ছিলেন না। নৃশংস এই হত্যার ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজানা ইউনিয়নের জোতপাড়া গ্রামে।

আজ থেকে চার বছর আগে মুক্তা পারভীনের বিয়ে হয় পোরজনা জামিরতা জোতপাড়া গ্রামের কৃষি শ্রমিক আব্দূল্লাহ আল মামুনের সঙ্গে। মুক্তার বাড়িও পোরজানার ছোট মহারাজপুর গ্রামে। গতবছরের আগষ্ট মাসে দু’জনের ডিভোর্স হয়। এর দুইমাস পর তারা আবার বিয়ে করে একসঙ্গে থাকতে শুরু করে। এরপরেই মুক্তার কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান মাহিম।

নিহত শিশুর চাচা মওলানা মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল মঙ্গলবার ২৮শে এপ্রিল আমার ভাই আব্দূল্লাহ আল মামুন স্ত্রী মুক্তা পারভীন ও আট মাসের সন্তান মাহিনকে রেখে ধান কাটার জন্য রায়গঞ্জে গেছেন। আমি নিজেও তারাবিহ পড়ানোর জন্য মসজিদে যাই, এসময় বাড়িতে কেউ না থাকায় রাত সাড়ে ৮টার দিকে মুক্তা পারভীন ছেলে মাহিনের মুখে স্কচটেপ পেঁচিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত‍্যা করে পালিয়ে যায়। রাত ৯ টায় বাড়ির অন‍্য সদস‍্যরা ফিরে এসে কাউকে না পেয়ে মুক্তার ঘরে গিয়ে মাহিনের গলাকাটা লাশ দেখতে পায়। এসময় পরিবারের সদস‍্যদের আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে।’

শাহজাদপুর থানার উপপরিদর্শক শাহজাহান আলী জানান, খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশু মাহিনের গলাকাটা লাশ উদ্ধার করি। এসময় মাহিনের মা মুক্তা পরভীন নিখোঁজ ছিলো। রাত আনুমানিক ১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং মুক্তা পারভীনকে আটক করতে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়। ভোর নাগাদ গ্রামের ধানক্ষেতের পাশে লুকিয়ে থাকা মুক্তা খাতুনকে আটক করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা খাতুন তার সন্তান মাহিনকে হত‍্যার কথা স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে সে নিজের ৮ মাসের সন্তানকে হত‍্যা করেছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন